করোনার মধ্যেই পাবনায় দিনমজুরকে পিটিয়ে হত্যা


পূর্ববিরোধের জেরে পাবনার বেড়া উপজেলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত দিনমজুর দুলাল হোসেন (৪২) উপজেলার হাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে দুলাল হোসেন একই উপজেলার জগন্নাথপুর গ্রামের জনৈক আব্দুর রশিদের বাড়িতে ইট খোয়া ভাঙার কাজে যান। এ সময় রশিদের ভাতিজা হীরা হোসেন (৩৫) হুট করে দুলালকে হাসুয়ার উল্টো পিট দিয়ে এলোপাথারি আঘাত করে। এতে দুলাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।




বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কি কারণ হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments

Powered by Blogger.