যেভাবে পাবনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
পাবনায় যে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩ জনই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তার মধ্যে এক ইন্টার্ন চিকিৎসক, সিনিয়র নার্স এবং চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, গত ২১ এপ্রিল পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগী ভর্তি হোন। তিনি নারায়ণগঞ্জে থাকতেন, তা জানাননি। পরবর্তীতে ঢাকায় ঐ রোগীর করোনা পজিটিভ রিপোর্ট আসলে তার সংস্পর্শে আসা সকল স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার সকালে একজন ইন্টার্ন চিকিৎসক ও সিনিয়র নার্সের নমুনার রিপোর্ট পজিটিভ আসায় এ দুজনের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
অপরদিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী (এমটিইপিআই) করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ওই উপজেলায় করোনার নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন।
আর ভাঙ্গুড়ায় যে দুইজন আক্রান্ত হয়েছেন তারা স্বামী-স্ত্রী। গাজীপুরে পোশাক কারখানায় কাজ করতেন। গত ১৭ এপ্রিল বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়েন। এই রোগীদের সংস্পর্শে যারা এসেছিলেন সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
No comments