ইসলামকে আরও ভালো করে বুঝতে রোজা রাখছেন ব্রিটিশ এমপি
অনলাইন ডেস্ক: পবিত্র ইসলাম ধর্মের মাহাত্ম্য অনুধাবন করতে অমুসলিম হয়েও রোজা পালন করছেন ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য পল ব্রিস্টো। ব্রিস্টো তার নিজ শহরের ২০ হাজার মুসলিমের প্রতি সংহতি জানিয়ে এক সপ্তাহ রোজা রাখার ঘোষণা দিয়েছিলেন পল ব্রিস্টো। নিজের সেই অঙ্গীকার পালনে রমজান শুরু হওয়ার পর থেকে তিনি রোজা রাখছেন।
টুইটারে নিজের রোজা রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন পল ব্রিস্টো।
পল ব্রিস্টো বলেছেন, ইসলাম ও পবিত্র রমজান সম্পর্কে আরও ভালো করে জানতে তিনি রোজা রাখার সিদ্ধান্ত নেন। গত চারদিন ধরে রোজা রেখেছেন তিনি। রোজা রেখেই তিনি এমপি হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পিপিই বিতরণসহ নানা কাজে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে তার ক্ষুধা কিংবা পিপাসার কথা মনে হয়নি। রোজা রাখা তার কাছে সহজ মনে হয়েছে।
পল ব্রিস্টোর মতে, রমজান হচ্ছে আত্ম উন্নয়ন, বেশি করে প্রার্থনার সময়। তিনি বলেন, আমি মুসলিম নই, তারপরও আমি রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে করোনাভাইরাস মহামারিতে এখন যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে কীভাবে কী করতে হবে তার একটি নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। দেশটির অনেক মসজিদ অনলাইন বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম করছে। সেখানে নিয়মিত ধর্মীয় নির্দেশনা ও নামাজ প্রচার করা হচ্ছে।
No comments